১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকী উপজেলার লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় ছেঁড়া পতাকা উড়াচ্ছেন জনমনে ক্ষোভ

জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, দক্ষিণাঞ্চলের দৃষ্টিনন্দন স্থাপনা লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার প্রশাসনিক ভবনের সামনে কয়েক দিন ধরে ছেঁড়া জাতীয় পতাকা উড়তে দেখে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

জাতীয় পতাকা আইন অনুযায়ী ছেঁড়া বা নোংরা পতাকা উত্তোলন দণ্ডনীয় অপরাধ হলেও সেখানে প্রকাশ্যে সরকারি নিয়ম লঙ্ঘন করে পতাকা টানানোয় জনমনে প্রশ্ন উঠেছে।

স্বাধীনতার জন্য ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত জাতীয় পতাকার প্রতি এ ধরনের অবহেলা মানুষ অসম্মানজনক বলেই মনে করছেন।

এ বিষয়ে টোল প্লাজার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার মো. ইয়াসিন বলেন, “আমি টোল প্লাজার কেবল প্রযুক্তিগত বিষয়গুলো দেখি। পতাকা উত্তোলন বা দেখভালের দায়িত্ব আমার নয়। ছেঁড়া পতাকা টানানো মোটেই ঠিক হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ বিষয়ে জানাবো।”স্থানীয়রা দ্রুত ছেঁড়া পতাকা সরিয়ে নতুন জাতীয় পতাকা উত্তোলন এবং এ ধরনের অবহেলার পুনরাবৃত্তি রোধে সেতু কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top