২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেলেন ২৫ জন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২৫ জনকে প্রাথমিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) ও নিয়োগ বোর্ডের সভাপতি এ. এফ. এম. তারিক হোসেন খাঁন।

এসপি জানান, লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। শতভাগ স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন হওয়ায় এটি জেলা পুলিশের জন্য একটি গর্বের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

ফলাফল ঘোষণার পর চূড়ান্তভাবে উত্তীর্ণ ২৫ জন প্রার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের উদ্দেশে এসপি বলেন, “প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করতে হবে।”

এসময় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বান এবং লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ. কে. এম. ফজলুল হক। এছাড়াও নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও ফোকাল পয়েন্ট (মিডিয়া) উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top