১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায়, পাংগাশিয়া কচা নদী ভাঙনে সড়ক বিলীন, বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

জাকির হোসেন হাওলাদার,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, ক্রমশ ভাঙছে কচাবুনিয়া নদীর বেড়িবাঁধ। এর ফলে হুমকির মুখে পড়েছে স্থানীয় সড়ক ও কৃষি জমি। টেকসই মেরামতের দাবিতে বুধবার সকালে পাঙ্গাশিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষ মানববন্ধন করেছেন।​এলাকাবাসীর অভিযোগ, ২ বছর আগে নদীর ভাঙনে নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার পর্যন্ত ৫০০ মিটার সড়কের প্রায় অর্ধেক অংশ বিলীন হয়ে যায়। বর্তমানে বাকি অংশও ফাটল ধরেছে, যা যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে।

স্থানীয় ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম বারেক জানান, মাত্র ৬ মাস আগে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন সড়কটি পাইলিং বা সাপোর্টিংয়ের অভাবে দ্রুত ভেঙে পড়েছে।​স্থানীয়রা জানান, জোয়ারের তীব্র স্রোতে নদীর তীরের মাটি সরে যাওয়ায় রাস্তা ভেঙে যাচ্ছে। যদি রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যায়, তাহলে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে।

পাশাপাশি, নদীর পানি লোকালয়ে ঢুকে বসতবাড়ি এবং কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে।​মানববন্ধনে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ হাওলাদার এবং স্থানীয় রাজনৈতিক নেতারাও বক্তব্য রাখেন। তারা দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।​এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, দ্রুততম সময়ের মধ্যে তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top