মোঃ রাকিব হোসেন, লক্ষীপুর প্রতিনিধি:
লক্ষীপুরের রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সৌদি আরবে কর্মরত প্রবাসী রাসেল মাহমুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারিত হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, সাবিলা নূর নামে একটি ফেসবুক পেজ থেকে রাসেলকে অপহরণকারী এবং মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করে বিভ্রান্তিকর প্রচারণা করা হয়েছে। এ বিষয়ে অত্যন্ত ক্ষুব্ধ রাসেল মাহমুদ মন্তব্য করেছেন, “এই মিথ্যা প্রচারণার মাধ্যমে আমার মান-সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। আমি কোনো অপহরণ বা মাদক ব্যবসায় জড়িত নই। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
তিনি আরও জানান যে, এ ধরনের অপপ্রচার তার পারিবারিক ও সামাজিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ জন্য তিনি এ বিষয়ে সঠিক তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।