নিজস্ব প্রতিনিধি:
২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল স্পেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে যদি ইসরাইল অংশগ্রহণের সুযোগ পায়, তবে স্পেন নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
স্পেনের শীর্ষ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, বুধবার সংসদে সোশ্যালিস্ট গ্রুপের মুখপাত্র পাৎসি লোপেজ বিশ্বকাপ বয়কটের সম্ভাবনার কথা তুলে ধরেন। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে চলমান বিক্ষোভ প্রসঙ্গে সংসদ অধিবেশনে প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইসরাইল এখন স্থলপথে গাজা উপত্যকা দখল করছে। এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো প্রয়োজন। প্রতিদিন সংবাদে যে ভয়াবহ দৃশ্য আমরা দেখি, তা স্প্যানিশ সমাজের একটি বড় অংশ মেনে নিতে পারছে না। নীরব থাকা মানেই হবে এই বর্বরতার সহযোগী হওয়া।”
লোপেজ আরও বলেন, “গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। ক্ষুধার্ত মানুষ খাবারের সন্ধানে বের হলে গুলিতে নিহত হচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, শহরগুলো ধ্বংস হচ্ছে—শুধু ধনী ব্যক্তিদের রিসোর্ট বানানোর স্বপ্ন পূরণের জন্য। পুরো একটি জাতিকে নিশ্চিহ্ন করার এই প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।”