মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির পবিপ্রবি শাখা।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। শুরুতে পবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি জান্নাতিন নাইম জীবন নবাগতদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন। এরপর শাখার পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি কলতান শিল্পীগোষ্ঠী মনোমুগ্ধকর ইসলামিক সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. হারুনুর রশিদ রাফি, ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ মো. সাখাওয়াত জাকারিয়া এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাইম মুসতাকিম, ফারিয়া তাহসিন, তৌসিফ মুসতাকিম এবং হাসিফা নাজনীন হেনা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
তিনি দীর্ঘ বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“আজকের নবীন শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ স্থপতি। তোমরা যদি জ্ঞান, চরিত্র, আদর্শ ও নৈতিকতার আলোয় নিজেদের জীবন গড়ে তোলো, তবে একদিন এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে। শিক্ষা কখনো কেবল সার্টিফিকেট অর্জনের মাধ্যম হতে পারে না; বরং শিক্ষা হতে হবে আত্মশুদ্ধি, দায়িত্ববোধ ও মানবকল্যাণের হাতিয়ার। উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন এবং নৈতিক নেতৃত্বের সমন্বয়ে তোমাদের সমাজ ও দেশকে এগিয়ে নিতে হবে।
বিশ্ব রাজনীতির অস্থিরতা, সমাজে নৈতিক অবক্ষয় কিংবা অর্থনৈতিক চ্যালেঞ্জ— যে কোনো পরিস্থিতিতেই একজন শিক্ষার্থীকে দৃঢ় মনোবল ও সততার সঙ্গে এগিয়ে যেতে হয়। তোমরা ভবিষ্যতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে প্রবেশ করবে, কিন্তু মনে রেখো— যোগ্যতা ও নৈতিকতার সমন্বয় ছাড়া প্রকৃত সফলতা সম্ভব নয়।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণ, নেতৃত্ব বিকাশ ও নৈতিক চেতনা জাগ্রত করতে কাজ করে যাচ্ছে। তোমাদের জন্য রয়েছে নানা শিক্ষামূলক কার্যক্রম, গবেষণা সুযোগ এবং সামাজিক উদ্যোগ। শিবির চায় তোমরা কেবল নিজেদের জন্য নয়, বরং দেশের উন্নয়ন, সমাজের পরিবর্তন ও মানবতার কল্যাণে অবদান রাখো।
আমি বিশ্বাস করি— আজ যারা নবীন শিক্ষার্থী হিসেবে এই ক্যাম্পাসে প্রবেশ করলো, তারাই আগামী দিনে আদর্শ নাগরিক, সৎ পেশাজীবী এবং দেশপ্রেমিক নেতা হয়ে উঠবে। তোমাদের ওপর আমাদের পরিবার, সমাজ ও দেশের অগাধ প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশা পূরণে জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনকেও সর্বাধিক গুরুত্ব দিতে হবে।”
এছাড়াও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে সঠিক লক্ষ্য স্থির করা অত্যন্ত জরুরি। শুধু ভালো রেজাল্ট নয়, সততা, মানবিকতা ও সৃজনশীলতা দিয়ে নিজেদের গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সুযোগকে কাজে লাগিয়ে তোমাদের দক্ষতা বাড়াতে হবে, তবেই তোমরা দেশ ও সমাজের প্রকৃত সম্পদে পরিণত হবে।”
ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাফেজ মো. সাখাওয়াত জাকারিয়া নবীনদের উদ্দেশ্যে বলেন,“বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা যেন হয় ইতিবাচক উদ্যোমে। প্রত্যেক শিক্ষার্থীকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি উপযোগী সংগঠন, নেতৃত্বগুণ এবং এক্সট্রা-কারিকুলার কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের বিকশিত করতে হবে।”
সকলের সম্মিলিত সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয় নবীনবরণ অনুষ্ঠান। নবীনদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুম।
- আপডেট:
- অনলাইন ডেস্ক
এ সম্পর্কিত আরও খবর
পবিপ্রবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত
- আপডেট:
- অনলাইন ডেস্ক
সর্বশেষ
জনপ্রিয়
সর্বশেষ
জনপ্রিয়
ফেসবুকে আমরা
মন্তব্য করুন
Login
0 Comments
Oldest
Newest
Most Voted
Inline Feedbacks
View all comments