মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এমসিএইচ (ঢাকা), ডিএমএ ও রংপুর কমিউনিটি প্যারামেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার শাহীনের উদ্যোগে তথ্যসেবা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে সারাদিন ব্যাপী উপজেলার দক্ষিণ দুরাকুটি একরামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে ৩৫০ দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
ক্যাম্পে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং পরীক্ষা, ব্লাড সুগার পরীক্ষা, রক্তচাপ মাপা, পালস রেট, অক্সিজেন স্যাচুরেশন, টেমপেরেচার, বডি মাস ইনডেক্স (BMI) পরিমাপসহ বিভিন্ন রোগের প্রদান করা হয়।
এসময় সেবা প্রদান করেন ডিএমএফ (ঢাকা) এমসিএইচ (ঢাকা) রিপন ইসলাম, বিএনএমসি (ঢাকা) সিপি (RCPI) সোহাগ ইসলাম, বিএনএমসি (ঢাকা) এমসিএইচ (ঢাকা) সিপি (RCPI) গোলাম রব্বানী প্রমুখ।
শাহরিয়ার শাহীনের ব্যক্তিগত উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করেন । তিনি জানান, “নিজ গ্রামে প্রথমবারের মতো ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেয়া হবে,যাতে বেশি মানুষের বেশি বেশি করে সেবা প্রদান করা যায়।”
চিকিৎসাসেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র রোগীরা।