৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পবিপ্রবিতে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের নবীনবরণ অনুষ্ঠিত

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল ও সুলতানা রাজিয়া হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এ নবীনবরণ সম্পন্ন হয়।

প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবীনবরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান,ট্রেজার প্রফেসর ড. মো: আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মামুন অর রশিদ, হল প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমান সহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের ওয়ানজিননিনজেন ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চার ক্যাথরিয়েন টেরভিস্সা ভান স্কেলেনটিঙ্গা।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।পরে নবীন শিক্ষার্থীরা তাদের অনুভুতি ব্যক্ত করে এবং শিক্ষকবৃন্দ নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বিভিন্ন উপদেশ দেন।

স্বাগত বক্তব্যে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হলের প্রভোস্ট প্রফেসর ড. সাইদুর রহমান বলেন,”বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে তোমাদের স্বাগতম। আমি আশা করি পড়ালেখার পাশাপাশি তোমরা সহশিক্ষা কার্যক্রমে নিজেদের সংযুক্ত রাখবে।”

অনুভূতি প্রকাশে নবীন শিক্ষার্থী সিয়াম বলেন,”আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। এমন আয়োজনের জন্য হল প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,”নবীনদের মাধ্যমেই আগামীতে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় সমৃদ্ধি অর্জন করবে। এজন্য শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।”

সবশেষে সভাপতির বক্তব্যে সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট প্রফেসর মোসাম্মৎ কুলসুম বেগম বলেন,” শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় হল প্রশাসন সবসময় তোমাদের পাশে আছে। আমি আশাকরি হল ও বিশ্ববিদ্যালয়ের সকল নিয়ম মেনে তোমরা নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তুলবে।”

হলের পক্ষ থেকে এমন জাঁকজমকপূর্ণ আয়োজনে নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমনভাবে শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top