রুবেল ফরাজী, নিজস্ব প্রতিনিধি:
মাদারীপুরের শিবচর উপজেলায় বসতঘর থেকে এক বৃদ্ধা নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চর কাচিকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম রেনু বেগম (৬০)। তিনি উমেদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত ছাদেক হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রেনু বেগম একাই বসতঘরে বসবাস করতেন। দুপুরে এক প্রতিবেশী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিলে তিনি বিছানায় রক্তাক্ত অবস্থায় রেনু বেগমের নিথর দেহ দেখতে পান। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, চুরি করার উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রায় এক মাস আগে একই বাড়িতে চুরির ঘটনা ঘটে। ফাঁকা বাড়িতে একা বসবাস করার কারণে রেনু বেগম সহজ টার্গেটে পরিণত হয়েছেন বলে মনে করছেন এলাকাবাসী।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি শনাক্তে পুলিশ কাজ করছে।”
এলাকাবাসী জানিয়েছেন, এ ধরনের ভয়াবহ হত্যাকাণ্ড এর আগে শিবচরে ঘটেনি। ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।