২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা সদর বৈকারী মৃগীডাঙ্গা সড়কের বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত

শরিফুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি ইউনিয়নের মিরগীডাঙ্গা গ্রামের মূল সড়ক আজ জনজীবনের এক চরম অভিশাপে পরিণত হয়েছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এ সড়কের কোনো সংস্কার বা উন্নয়ন কাজ হয়নি। ফলে সড়কের ভাঙাচোরা ও কর্দমাক্ত অবস্থায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বারবার আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

এই সড়কটি শুধু মিরগীডাঙ্গা নয়, আশপাশের গ্রামেরও প্রধান যাতায়াতপথ। প্রায় ৭৫ শতাংশ মানুষ তাদের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য এ সড়কের ওপর নির্ভরশীল। কৃষিজ পণ্য আনা-নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া কিংবা সাধারণ রোগীদের হাসপাতালে পৌঁছানো—সব ক্ষেত্রেই ভোগান্তি চরমে। অনেক সময় অসুস্থ রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না, এতে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে ওঠে।

এদিকে, স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, সড়কের এই দুরবস্থার কারণে তাদের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। যানবাহন চলাচল করতে না পারায় পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে এবং পণ্যের সঠিক দামও পাচ্ছেন না।

এমন পরিস্থিতিতে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের জোর দাবি জানিয়েছে। তাদের প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top