তারেক লিংকন (স্টাফ রিপোর্টার):
শরীয়তপুর জেলার সখিপুর থানাস্থ ডিএমখালি মোল্লাকান্দি গ্রামের বাসিন্দা বাশেদ মোল্লার ছেলে আব্দুল্লা গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ডিএমখালি মোহসেনিয়া হাফেজিয়া মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আব্দুল্লার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
কেউ আব্দুল্লার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
📞 যোগাযোগ: 0130532175