ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
জবিতে পবিত্র ঈদে মীলাদুন্নবী উপলক্ষে ইজতেমায়ে মিলাদ ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর, সোমবার বাদ জোহর দাওয়াতে ইসলামী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমি ভবনের ৭১২ হল রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি ডিপার্টমেন্টের ১১০ জন শিক্ষার্থীকে উপহার সামগ্রী দেয়া হয়।
এতে দাওয়াতে ইসলামীর শিক্ষা বিভাগের কেন্দ্রীয় সভাপতি লিয়াকত আত্তারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান ড. রইস উদ্দিন, প্রধান আলোচক হিসেবে ছিলেন দাওয়াতে ইসলামীর শিক্ষা বোর্ড প্রধান মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী।
মোবাল্লিগ আব্দুল মুহিত আত্তারীর উপস্থাপনায় বক্তারা রাসূল (ﷺ) এর সুন্নাহ মোতাবেক জীবন গড়ার উপর জোর দেন। ড. রইস উদ্দিন স্যার বলেন, নবী (ﷺ) সুন্নতের অনুসরণ ও অনুকরণের মাধ্যমেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ এমন এক মহাসমুদ্র, যার গভীরতা অনন্ত। যত গবেষণাই হোক না কেন, তাঁর পূর্ণতা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই জানা সম্ভব।
তিনি দাওয়াতে ইসলামীর বিশ্বময় কাজের প্রশংসা করেন। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশ শিক্ষা বোর্ডের প্রধান মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দাদী। উক্ত মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।