২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নেতৃত্বে রেদওয়ান ও অমরেশ

রবিউল, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদলের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন ২০২৫ উপলক্ষে নাট্যদলের প্রধান উপদেষ্টা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। পরে উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষর ও নাট্য নির্দেশক অনিমেষ সাহা লিটু-এর তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ ভর্তি শিক্ষাবর্ষের মোঃ রেদওয়ানুর হক শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের ২০২১-২২ ভর্তি শিক্ষাবর্ষের অমরেশ চন্দ্র মন্ডল। সহ-সভাপতি পদে আছেন মো: রাকিব ও আমিনা আক্তার তৌসী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাহিদ হাসান ও মো: রাব্বি হাসান।

এছাড়া, সানজিদা আক্তার তিশা অর্থ সম্পাদক, বর্ষণ সাহা সাংগঠনিক সম্পাদক, ইয়াছিন আরাফাত প্রচার সম্পাদক এবং সঞ্জিতা দত্ত দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোসা: হাছিবা আক্তার, সৌরভ ভাওয়াল ও মোঃ সাইমুম। সম্মানিত নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন মোঃ রাব্বি খান রাজ ও তমাল রায়।

কমিটি গঠনে স্বাক্ষর ও সহযোগিতা করেছেন নাট্যদলের উপদেষ্টা সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার (আইন বিভাগ), সহযোগী অধ্যাপক রহিমা নাসরিন (পদার্থ বিজ্ঞান বিভাগ) এবং সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস (ইংরেজি বিভাগ)। উপদেষ্টারা নাট্যদলকে আগামী দিনে সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে আরও অগ্রসর হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে গত ২০২৩-২৪ ভর্তি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠান “নাটক মেলবন্ধন”-এ অংশগ্রহণকারী সকল নাট্যকর্মীকে সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব, শিল্পকলা একাডেমি আয়োজিত নাট্যোৎসব এবং দেশের বাইরে ভারত (কলকাতা) পর্যন্ত নাটক মঞ্চায়ন করে প্রশংসা অর্জন করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top