মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান।
সভায় উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসচেতনতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানোবেন্দ্র মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ হোসনেয়ারা হোসাইন এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সালাহউদ্দিন লস্কর প্রমুখ।
এছাড়া সভায় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি মাওলানা মনির আজম মুন্নু, প্রভাষক মাসুদুর রহমান, বালিয়াকান্দি প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন সভায় জানান, সভায় বক্তাগণ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিকভাবে চললেও অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র নবায়ন হয়নি। এসব প্রতিষ্ঠানে মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা, হাসপাতাল এলাকায় চুরি প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন ও বাইরের অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া বন্ধ, টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম এবং ডেঙ্গু কিট পর্যাপ্ত রয়েছে বলে জানানো হয়।
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। রাজনৈতিক বা পারিবারিক বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন ওসি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয় সভায়। এছাড়া বাল্যবিবাহ, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ নিয়মিত কাজ করছে বলেও অবহিত করা হয়। আনসার ও ভিডিপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও দুর্গাপূজা উপলক্ষে আনসার বাহিনী প্রস্তুত রয়েছে বলে সভায় জানানো হয়।
মাদক, সন্ত্রাস, নাশকতা, চুরি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরো সতর্ক থাকতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুমোদনহীন ওষুধের দোকান, করাতকল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সভায়। রাস্তায় গাড়ির লাইসেন্স ও কাগজপত্র, ভোক্তা অধিকার, হোটেল-রেস্তোরা ও পশুখাদ্য নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এছাড়া বালিয়াকান্দি সদরের চার রাস্তার মোড়ে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।