মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুঁইয়ার সঞ্চালনায় মতবিনিময় বক্তৃতা করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম গোপাল চট্রোপাধায়, সাধারণ সম্পাদক হরসিত ঘোষ, জঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, মাজবাড়ী জাহানারা বেগম কলেজের সহকারী অধ্যাপক সুজয় কুমার পাল, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, ফরিদ আহমেদ আশিক, হিরু চৌধুরী, চৌধুরী মাহফুজুল কবির জুয়েল, আক্তারুজ্জামান আক্তার, নারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন মোল্যা, জঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ লস্কর সহ উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলার ১৫১ টি মন্ডপ দুর্গা পূজা মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা সবাই বাংলাদেশী। বিএনপি সংখ্যালঘু, সংখ্যা গুরু বলে কিছু বিশ^াস করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদের তত্বাবধায়নে আজকের এ মতবিনিময়। আমরা বিএনপির পক্ষ থেকে আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। আপনাদের ভয়ের কোন কারণ নেই। আমরা আপনাদের পাশে আছি ও থাকবো।