মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপ-প্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজারে ময়মনসিংহ-টু কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী ও শ্রমিকবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ী ও শ্রমিকরা সম্মিলিতভাবে জানান, একটি কুচক্রী মহল ঐতিহ্যবাহী তারেরঘাট বাজারের পাথর ব্যবসা শিল্পটিকে ধ্বংস করার উদ্দেশ্যে ব্যবসায়ী ও শ্রমিকদের বিরুদ্ধে ফেসবুকে নানা ধরনের অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। এই মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা অত্যন্ত মানহানিকর এবং দুঃখজনক। উপস্থিত সকলেই এসব মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তারেরঘাট বাজার পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু, অন্যান্য পাথর ব্যবসায়ী, খেটে খাওয়া শ্রমিকগণ এবং নান্দাইলে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।