মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে আতাউর রহমান নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নান্দাইল উপজেলা পরিষদের সামনে মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই পুলিশ সদস্যের প্রতারণার শিকার অন্তত ১২ জন ভুক্তভোগী অংশ নেন।
ভুক্তভোগীদের অভিযোগ, নান্দাইল পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউগড়া গ্রামের বাসিন্দা এবং পুলিশের সাবেক এসআই মোঃ আতাউর রহমান তাঁর প্রাক্তন পদের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের পৈত্রিক জমি বিভিন্ন ফাঁদ পেতে জোরপূর্বক দখল করে নিচ্ছেন। প্রতিবাদ করলে আতাউর পুলিশি ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলেও অভিযোগ করা হয়।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী মোঃ শামীম মিয়া এবং মোঃ মকবুল হোসেন সহ আরও অনেকে জানান, আতাউর রহমান এ পর্যন্ত কমপক্ষে ১২ জন সাধারণ মানুষের জমি বিভিন্নভাবে ফাঁদে ফেলে দখল করে নিয়েছেন। তারা এই হয়রানি ও জমি দখলের তীব্র নিন্দা জানিয়ে এর প্রতিকার চেয়েছেন।
ভুক্তভোগীরা কর্মরত সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তারা আশা করছেন, গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে তারা ন্যায়বিচার পাবেন এবং তাদের পৈত্রিক সম্পত্তি ফিরে পাবেন।