২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাহাদুর শাহ পার্ক ও জবি সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা ও বাহাদুর শাহ পার্কের চারপাশ থেকে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আমিনুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এসব অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনার কারণে শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। এতে একাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি এলাকাজুড়ে মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যায়, যা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা এবং সুস্থ পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে শিক্ষক সমিতির আয়োজনে এক যৌথ সভার সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পূর্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসকের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছিল।

অভিযান চলাকালে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, সহকারী প্রক্টরবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষক সমিতি একযোগে এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং এলাকাকে অবৈধ দখলমুক্ত রেখে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার ওপর গুরুত্বারোপ করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top