২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জে ব্রাকের হাজিরহাট শাখা অফিস উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে ব্র্যাকের মাইক্রোফাইনান্স কর্মসূচির হাজিরহাট শাখা অফিস উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ব্র্যাকের হাজিরহাট নবনির্মিত শাখা কার্যালয় উদ্বোধন করে এর চত্বরে দিনব্যাপী এ ক্যাম্পে পরিচালিত হয়। ব্রাক এর উদ্যোগে ও মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ব্রাকের জেলা সমন্বয়ক আকতারুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক মাইক্রোফাইনান্স (দাবি) রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, বিভাগীয় সমন্বয়ক আব্দুল মোনায়েম খান ও মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. লিমন সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রীতম সাহা বলেন, “ব্র্যাকের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আজ যারা এখানে বিনামূল্যে চক্ষু সেবা পাচ্ছেন, তারা প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ। তাদের অনেকের চোখের চিকিৎসা করার সামর্থ নেই। তারা আজ ফ্রি ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে তাদের চক্ষু চিকিৎসা সেবা ও সানি অপারেশন করতে পেরেছে। সরকারও সকলের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে।সরকারের এ কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আরো ব্যাপকভাবে এক ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকর কিশোরগঞ্জ উপজেলা এরিয়া ম্যানেজার মো. নওয়াব আলী, হাজিরহাট শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, আরসিএসএস লিড মোছা. শাহানা আক্তার প্রমুখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top