২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পবিপ্রবির ৩ শিক্ষার্থী

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি:

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আবু সাঈদ শুভ, সত্যজিৎ কুণ্ডু ও হাফিজ রায়হান। তিন জনই নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ৩য় ব্যাচের শিক্ষার্থী।

শনিবার (২০ সেপ্টেম্বর) আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেটা রিসার্চ ইনোভেশন সেন্টার (মেট্রিকস) এর গবেষক জন পি.এ. ইয়োনিডিস গবেষণা প্রকাশনার উপর ভিত্তি করে এলসেভিয়ার জার্নালে এই তালিকা প্রকাশ করেন।

তালিকাটিতে গবেষকদের প্রকাশনা, এইচ-ইনডেক্স, সাইটেশন ও অন্যান্য সূচকগুলো বিশ্লেষণ করে সেরা গবেষকদের প্রস্তুত করা হয়। উক্ত প্রতিবেদনটিতে বিজ্ঞানীদের ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৪টি উপ-ক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে এ তালিকায় দুটি ধাপে সেরা গবেষক নির্ধারণ করা হয়েছে। এর একটি হল পুরো পেশাগত জীবনের ওপর, আরেকটি শুধু এক বছরের গবেষণা কর্মের ওপর।

এ বিষয়ে আবু সাঈদ শুভ বলেন, বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় নাম ওঠা আমার জীবনের এক অসাধারণ স্বীকৃতি। দীর্ঘ দিনের পরিশ্রম, রাতভর গবেষণা, অসংখ্য চ্যালেঞ্জ পেরোনোর প্রতিফলন এটি। এই পথে পরিবারের, শিক্ষকের ও সহকর্মীদের অমূল্য সমর্থন আমি কখনো ভুলব না। এই স্বীকৃতি শুধু গর্ব নয়, বরং নতুন উদ্দীপনা জোগায়, এবং আরও বড় দায়িত্ব নিয়ে নিজেকে মানুষের স্বাস্থ্য উন্নয়নের কাজে উৎসর্গ করার প্রেরণা দেয়।

উল্লেখ্য, এলসেভিয়ার প্রতিবছর প্রায় ২ হাজারের বেশি জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা ২ লাখ ৫০ হাজারের বেশি এবং এর আর্কাইভে ৭০ লাখের বেশি প্রকাশনা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top