শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির বৈকারী উপশাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবার রহমান এর উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার ফাউন্ডেশন সম্পাদক ক্বারী মোঃ মহিবুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর পশ্চিম থানা শাখার সাহিত্য সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বৈকারী উপশাখার সভাপতি, সেক্রেটারি, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এবং শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।
এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ব্লাড গ্রুপ সম্পর্কে জানার সুযোগ পায় এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি পায়। শিক্ষার্থীরা এখন থেকে ব্লাড গ্রুপের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আরও সচেতন হবে এবং প্রয়োজনে তাদের সহপাঠীদের সাহায্য করতে আগ্রহী হবে। এই ধরনের উদ্যোগ সমাজে একে অপরের সাহায্য করার মনোভাব সৃষ্টি করবে, যা যুব সমাজের জন্য উপকারী।