২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছিনতাইকারী সন্দেহে পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সাগর অস্ত্রসহ আটক

মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে ফার্মগেট এলাকা থেকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর(বুধবার) রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেটের সামনে এই ঘটনা ঘটে।
বুধবার দুপুর থেকে শুরু করে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে সেসব এলাকায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ২৪৪ জন নেতাকর্মীকে আটক করে।

এসময় চাইনিজ কুড়াল সদৃশ অস্ত্র নিয়ে দৌড়ে পালিয়ে যাবার কালে পুলিশের হাতে আটক হন পবিপ্রবি ছাত্রলীগ সভাপতি সাগর। এসময় পুলিশ সাংবাদিকদের জানায়, দৌড়ে পালিয়ে যাবার সময় তাকে ছিনতাইকারী সন্দেহে ব্যাগসহ আটক করে। আটকের পর তল্লাশি করলে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এসময় পুলিশকে আরও বলতে শোনা যায়, উদ্ধারকৃত অস্ত্রটি ট্র‍্যাডিশনাল(গতানুগতিক) কোনো অস্ত্র নয়। এমনকি তিনি এমন অস্ত্র পূর্বে কখনও দেখেননি।

২০২৪ সালের ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ সভাপতি সাগরের অনেকটা আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকলেও তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকতে দেখা যায়। দেশের নিয়মিত ঘটনাগুলো নিয়ে তাকে প্রায়ই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করতে দেখা যায়।

উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ সভাপতি সাগরের চাঁদা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এছাড়াও ক্যাম্পাসের নির্মাণাধীন ভবনের রড চুরি ও চাঁদা চাওয়ায় তাকে সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে সে তার পদ ফিরে পায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top