নিজস্ব প্রতিনিধি:
সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারেননি। সাইফ হাসান একাই সাহসী লড়াই চালালেও তার ইনিংস কাজে আসেনি। ভারতের কাছে ৪১ রানে হেরে যায় টাইগাররা। এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। আর বৃহস্পতিবারের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হয়ে গেল অঘোষিত সেমিফাইনাল।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৯.৩ ওভারে অলআউট হয় মাত্র ১২৭ রানে। একাই ৬৯ রান করেন সাইফ হাসান।
শুরুতে তানজিদ তামিম ও সাইফ হাসান ভালো সূচনা এনে দেবেন বলে প্রত্যাশা ছিল, কিন্তু জসপ্রিত বুমরাহর আগমনে ছন্দ হারান তানজিদ। মাত্র ৩ বলে ১ রান করে আউট হয়ে যান তিনি। এরপর পারভেজ ইমনের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন সাইফ। পারভেজ ১৯ বলে ২১ রান করে ফিরলে ধস নামে বাংলাদেশ ব্যাটিং লাইনে।
তাওহিদ হৃদয় করেন ৭ রান, শামীম হোসেন ফেরেন শূন্য হাতে, জাকের আলী ৪, সাইফউদ্দিন ৪, রিশাদ হোসেন ২, তানজিম সাকিব শূন্য, মোস্তাফিজ ৬ রান করেন। অপরাজিত থাকেন নাসুম আহমেদ, ৪ রানে।
ভারতের কুলদিপ যাদব নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ ও বরুন চক্রবর্তি। অক্ষর প্যাটেল ও তিলক ভার্মা শিকার করেন ১টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের হয়ে অভিষেক শর্মা খেলেন ঝোড়ো ইনিংস। মাত্র ৩৭ বলে করেন ৭৫ রান, যাতে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। তার ইনিংসের ওপর ভর করেই ভরসা পায় ভারত।