২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজধানীতে ট্রাকচাপায় নিহত নিষিদ্ধ আওয়ামী লীগের মোহনগঞ্জের সভাপতির ছেলে রায়হান রহমান

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

রাজধানীর কারওয়ান বাজারে ট্রাকচাপায় নিহত হয়েছেন রায়হান রহমান, নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র জনাব লতিফুর রহমান রতনের একমাত্র ছেলে। তিনি বাংলাদেশ নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। এসময় রায়ানের সঙ্গে থাকা সজিব গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তেজগাঁও থানার উপপরিদর্শক মোহাম্মদ বাবর আলী জানান, ফার্মগেটের দিকে যাওয়ার পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে রায়ান ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা তার সহযোগী তরিকুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই রায়ানের মৃত্যুসংবাদে পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহত রায়ানের মা মমতাজ জাহান মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং তার বোন রওনক জাহান রাইন বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে আছেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, অল্প বয়সেই রায়ান ছাত্র রাজনীতির পাশাপাশি সামাজিক কাজেও সক্রিয় ছিলেন। তার অকাল মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top