জাকির হোসেন হাওলাদার, দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন দুর্গাপূজা-২৫ উপলক্ষে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুমকি উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খালিলুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম তারেক খান, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আ,খালেক হাওলাদার, আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মুহিবুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, প্রমুখ।
এছাড়াও সভায় দুমকি উপজেলা পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক রিপন কুমার শীল, লেবুখালী মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি উত্তম গোঁসাই, জলিশা পূজা মণ্ডপের সভাপতি স্বপন গাইন, উত্তর মুরাদিয়া পূজা মণ্ডপ কমিটির সভাপতি অজিত কুমার দাস, দুমকি সিনেমা হল এলাকায় পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক গোকুল কুমার দাশসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ধর্মের মানুষের সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। শারদীয় দুর্গাপূজা যাতে আনন্দঘন পরিবেশে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে জন্য বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।