শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়াল খালি কয়ার বিল বটতলার মদিনাবাগ মাদরাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি এস.এম. কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আজমল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালিমুল কুরআন বোর্ড খুলনার সদস্য মাওলানা মুফতি ক্বারী হাবিবুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমান গনি (কাবুল),
অনুষ্ঠানে মুহতামিম মুফতি আজমল হুসাইন বলেন, “ছাত্র-ছাত্রীদের ফলাফল ধরে রাখতে হলে শিক্ষক-অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় থাকতে হবে। নিয়মিত উপস্থিতি ও পাঠদানে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীরা যদি কিছু না বোঝে, তাহলে শিক্ষকদের সাথে পরামর্শ করতে হবে।”
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সন্তানদের বাসায় ঠিকমতো পড়ছে কিনা, তা খেয়াল রাখবেন। শিক্ষকদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “মাদরাসাটি শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি আরও উন্নত হবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন খলিলুর রহমান, আলহাজ্ব বাকের গাজী, আব্দুল খালেকসহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।