মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে ইঞ্জিন চালিত নসিমন চাপায় সজিব মোল্লা (৪০) নামে এক ম্যাকানিকাল মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত ওবায়দুর মোল্লার ছেলে। সে শ্রীপুর বাজারে ইজিবাইকের ব্যাটারি ও মোটর মেরামতের কাজ করতেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সজিব স্কুল থেকে ছেলেকে বাড়ি রেখে শ্রীপুর বাজারে আসার পথে ইঞ্জিন চালিত নসিমন তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজবাড়ী সদর থানার অফিসার ইনজার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।