ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে বেসরকারী উন্নয়ন সংস্থা বিএনকেএস এর ইনসুরিং রিপ্রোডাকটিভ হেলথ রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি ফর এথনিক হিলি ওমেন ইন বান্দরবান প্রকল্পের সমাপণী কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিএনকেএস আয়োজনে এবং ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগিতায় সদর উপজেলা পরিষদের সভা কক্ষে এই ইনসুরিং রিপ্রোডাকটিভ হেলথ রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি ফর এথনিক হিলি ওমেন ইন বান্দরবান বিএনকেএস এর প্রকল্পের সমাপণী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় মূলত ২১ সাল থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলমান কার্যক্রম সমূহে শিক্ষণ ও পরামর্শমূলক অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।
কর্মশালায় প্রকল্পের উল্লেখযোগ্য সাফল্য গল্প ও শিক্ষণ বিষয় সমূহ উপরে ভিডিও ডকুমেন্টারী উপস্থাপনা করা হয়। এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, বিএনকেএস এর উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, সভানেত্রী নেমকিম বম, ট্রেনিং অফিসার পারমিতা চাকমা, ফিল্ড অর্গানাইজার উমে মার্মা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।