২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজশাহী পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক পুলিশের মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক পুলিশ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভুলবশত সিএনজি থেকে ফেলে যাওয়া একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেন সার্জেন্ট সাইদুর রহমান টিপু। ব্যাগটিতে ছিল ৭১ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র।

২৪শে সেপ্টেম্বর ঘটনাটি ঘটে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে। এক অজ্ঞাত মহিলা সিএনজিতে যাওয়ার সময় ব্যাগটি ফেলে যান এবং পরবর্তীতে ব্যাগটি সার্জেন্ট টিপু দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যাগ খুলে ভেতরে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে মালিককে শনাক্ত করেন। ব্যাগটির মালিক হিসেবে পরিচয় মেলে পুঠিয়ার নামাজগ্রামের মোছাঃ রিনা পারভীন (২১), স্বামী মোঃ ইসমাইল হোসেন।

পরবর্তীতে ২৫ শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বানেশ্বর ট্রাফিক অফিসে আনুষ্ঠানিকভাবে ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেন সার্জেন্ট সাইদুর রহমান টিপু। এ সময় নগদ অর্থ, মোবাইল ফোনসহ সব প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রিনা পারভীন। তিনি দায়িত্বশীল পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নগদ অর্থ, মোবাইল ফোনসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সার্জেন্ট মোঃ আজাদুল ইসলাম আজাদ, টিএসআই মোঃ রাসেল, পুলিশ সদস্য আরিফ, দেওয়ান আল আমিনসহ আরও অনেকে। স্থানীয়রা জানান, পুলিশের এই মানবিক ভূমিকা সমাজে আস্থা ও ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবিকতা আর সততার এমন দৃষ্টান্ত আবারও প্রমাণ করে বাংলাদেশ পুলিশ শুধু আইন প্রয়োগকারী সংস্থায় নয়, সাধারণ মানুষের নিরাপদ ভরসার জায়গাও।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top