২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ একযোগে বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে দোলাপাড়া ভবেতরণী দুর্গা মন্ডপ চত্বরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ অনুষ্ঠানে ফুল দিয়ে তাদের বরণ করে নেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল।

অনুষ্ঠানে যোগদানকারীরা ‘‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’’—এমন স্লোগানে পুরো মাঠ মুখর করে তোলেন।

দোলাপাড়া ভবেতরণী দুর্গা মন্ডপ সভাপতি গজেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, কচুকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বুলু প্রমুখ। সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বক্তব্য দেন গজেন্দ্রনাথ রায়, সিমা রানী রায় ও প্রহলাদ রায়।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক তার বক্তব্যে বলেন, “আমরা সবাই এ দেশের সন্তান, একে অপরের ভাই-বোন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সুখে-দুঃখে পাশে থাকাই আমাদের লক্ষ্য। বিএনপি গণমানুষের দল—এ দলের হাত ধরেই আমরা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”

এ সময় সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল বলেন, “বিএনপি সব ধর্মের মানুষের দল। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্দিরে বিএনপির স্বেচ্ছাসেবকরা নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। কোনো গুজবে কান না দিয়ে, যদি কেউ মব সৃষ্টি করতে চায় তবে সঙ্গে সঙ্গে প্রশাসন ও আমাদের জানাতে হবে। আমরা চাই নতুন বাংলাদেশে কোনো অপরাধী মাথা তুলে দাঁড়াতে না পারে।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নীলফামারীর মতো জনবহুল জেলায় একসঙ্গে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান দলটির সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top