২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটিতে, দু সিনিয়র কর্মকর্তা আমিনুল ইসলাম ও আবু বকর সিদ্দিক কে নতুন দায়িত্ব প্রদান

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন, ড. মো: আমিনুল ইসলাম (টিটো) এবং সংস্থাপন শাখার (কর্মকর্তা সেল) ডেপুটি রেজিস্ট্রারকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (TSC) এর পরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন, মোঃ আবু বকর সিদ্দিক কে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত পৃথক পৃথক পত্রে জানা গেছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (TSC) এর বর্তমান পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন, ফিজিক্স এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, পবিপ্রবি এর পরিবর্তে সংস্থাপন শাখার (কর্মকর্তা সেল) ডেপুটি রেজিস্ট্রার মো: আবুবকর সিদ্দিক কে পরবর্তী ২ (দুই) বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (TSC) পরিচালক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রদান করা হলো।

এ দায়িত্ব পালন সূত্রে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। কর্তৃপক্ষ যে কোন সময় এ আদেশ সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। একই সাথে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য প্রফেসর ড. খোকন হোসেন-কে ধন্যবাদ জ্ঞাপন করা হলো।এ আদেশ অবিলম্বে কার্যকর বলে বিবেচিত হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top