মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার মনোনীত এমপি প্রার্থী মাওলানা কাউসার আজিজ।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন—
মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখা।
মোঃ নাজমুল হক সাধারণ সম্পাদক যুব আন্দোলন দীঘিনালা।
মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক, যুব আন্দোলন দীঘিনালা।
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সাধারণ সম্পাদক আব্দুল কাদেরশাহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১. নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন।
২. গণতন্ত্রের প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।
৩. জুলুম ও স্বৈরাচারের অবসান ঘটানো।
৪. পাহাড় ও চট্টগ্রামকে কেন্দ্র করে সব ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের পাশে থাকবে। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।