২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায় পি আর সহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

কেন্দ্র ঘোষিত পিআরসহ পাঁচ দফা দাবির সমর্থনে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জনতা কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এতে উপজেলা জামায়াতের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির নাজমুল আহসান। উপজেলা শাখা আমির মাওলানা জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল খায়ের ও উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ রানা।

এ সময়ে বক্তারা বলেন, যারা ভোটে ৩৩% ৪৮% জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চা করার মতো অনৈতিক সুবিধা চায় তারাই পিআর এর বিরোধীতা করে। যারা ৫৪ বছরের ক্ষতিকর পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায় তারাই পিআর এর বিপক্ষে বলে। যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশি শক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পিআর এর বিপক্ষে কথা বলে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুমকি উপজেলায় এ বিক্ষোভ সমাবেশ জামায়াতের সাংগঠনিক সক্রিয়তারই বহিঃপ্রকাশ, যা আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় দলটির উপস্থিতি জানান দিচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top