মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর ইউনিয়নে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বিকাল ৫ টায় একতারপুর হাট কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতারপুর বিট অফিসার এসআই রাজু। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সভায় যোগ দেন।
মতবিনিময় সভায় একতারপুর ইউনিয়নের ১৯টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। এ সময় পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা নির্বিঘ্ন ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান অতিথি সৈয়দ আমজাদ আলী বলেন, “সবার সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে ধর্মীয় উৎসবকে আনন্দমুখর পরিবেশে পালন করতে হবে। পূজা মণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা একসঙ্গে কাজ করবে।”
এ মতবিনিময় সভার মধ্য দিয়ে একতারপুর ইউনিয়নে পূজা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সৌহার্দ্যময় পরিবেশে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।