২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

“পাঁচ দফা দাবি বাস্তবায়নে মাঠে ময়দানে জনমত গড়ে তুলুন” — জামায়াত নেতা লিটনের আহ্বান

মোঃ সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে দুর্গাপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে জিয়া চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে সমাবেশে রূপ নেয়।

নেতৃবৃন্দ জুলাই সনদের আইনি ভিত্তি ও পি আর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বলেন— জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প নেই। তারা অঙ্গীকার করেন, “ভয় পাবে না দাপটে, জবাব দেব ব্যালটে”—এই শ্লোগানকে সামনে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সর্বদা জনগণের পাশে থাকবেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নূরুজ্জামান লিটন। তিনি বক্তব্যে বলেন— “ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে জামায়াত ছাত্র-ছাত্রীদের সাথে ঐক্যবদ্ধ ছিল। কিন্তু দুঃখজনকভাবে কিছুদিন না যেতেই নিজেদের স্বার্থে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে।”

তিনি আরও বলেন, “১৯৪১ সাল থেকে আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করছে। জুলুম-নির্যাতনের মূলৎপাটন করে বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই সংগ্রাম চলবে।”

তিনি হুশিয়ারি দিয়ে বলেন— “আজ একটি গোষ্ঠী বলছে ভোটকেন্দ্রে জামায়াতকে যেতে দেবে না। কিন্তু বাংলাদেশের মানুষ আর সেটা হতে দেবে না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে।” এ সময় তিনি পাঁচ দফা দাবি বাস্তবায়নে মাঠে ময়দানে জনমত তৈরির আহ্বান জানান।

এছাড়াও বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মাস্টার সাইফুল ইসলাম। সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোঃ শামীমউদ্দিন।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, পৌরসভার মেয়র প্রার্থী, একাধিক ওয়ার্ড সদস্য প্রার্থীগণসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ ও হাজারো জনতা। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দও মিছিলে যোগ দিয়ে ঐক্যের প্রকাশ ঘটান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top