১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইসরাইলি বসতিতে যুক্ত কোম্পানির হালনাগাদ তালিকা প্রকাশ জাতিসংঘের

নিজস্ব প্রতিনিধি:

অধিকৃত পশ্চিমতীরে অবৈধ ইসরাইলি বসতিতে কার্যক্রম চালানো বিভিন্ন কোম্পানির একটি হালনাগাদ ডেটাবেজ প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেনেভা থেকে প্রকাশিত এই তালিকায় বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স এবং ট্রিপ অ্যাডভাইজরের নামও অন্তর্ভুক্ত রয়েছে। খবর আল জাজিরার।

নতুন তালিকায় মোট ১১টি দেশের ১৫৮টি কোম্পানির নাম রয়েছে। এর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠান ইসরাইলভিত্তিক হলেও বাকি কোম্পানিগুলো কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পশ্চিমতীরে ইসরাইলি বসতি স্থাপন কার্যক্রম যুদ্ধাপরাধের শামিল। তিনি এসব কোম্পানিকে মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, যেসব কোম্পানি বসতিতে নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ বা কৃষিজমি ধ্বংসের মতো কর্মকাণ্ডে জড়িত রয়েছে শুধুমাত্র তাদেরই এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংস্থাটি স্পষ্ট করেছে, এ তালিকা কোনো বিচারিক বা আধা-বিচারিক প্রক্রিয়া নয়; বরং সংঘাতপূর্ণ অঞ্চলে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ববোধকে সামনে আনার একটি প্রচেষ্টা।

উল্লেখ্য, ২০২০ সালে প্রথমবারের মতো এই তালিকা প্রকাশ করে জাতিসংঘ, যা শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়। সে সময় ইসরাইল এবং যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ একে ‘একটি লজ্জাজনক আত্মসমর্পণ’ বলে অভিহিত করেছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top