১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে অ্যাপোলো স্পেশালাইজড হাসপাতালের শুভ উদ্বোধন

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলায় স্বাস্থ্যসেবার ইতিহাসে নতুন দিগন্তের সূচনা হলো। জেলা শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় কে.বি. আলাউদ্দিন রোডে আজ শনিবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো অ্যাপোলো স্পেশালাইজড হাসপাতাল।

স্থানীয় দারুল উলূম মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মাওলানা শামজ্জুহা সাহেবের দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সমাজ, সুধীজন, আগত রোগী ও তাদের স্বজনেরা, এবং হাসপাতালের স্টাফবৃন্দ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই প্রতিষ্ঠান এখন থেকে মৌলভীবাজারের সাধারণ মানুষকে আন্তর্জাতিক মানের আধুনিক স্বাস্থ্যসেবা প্রদানে কাজ করবে। এর ফলে চিকিৎসার জন্য আর ঢাকায় বা সিলেটে ছুটতে হবে না রোগীদের।

আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবা অ্যাপোলো স্পেশালাইজড হাসপাতাল সর্বাধুনিক যন্ত্রপাতি দ্বারা সজ্জিত এবং ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা প্রদান করবে। এখানে পাওয়া যাবে—

  • এইচডিইউ, সিসিইউ, আইসিইউ
  • ডায়ালাইসিস ইউনিট
  • স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ
  • মেডিসিন, শিশু বিভাগ ও অর্থোপেডিক্স
  • সার্জারি, নাক-কান-গলা বিভাগ
  • প্যাথলজি, ইসিজি, ইকো কার্ডিওগ্রাফি
  • ফটোথেরাপি, নরমাল ডেলিভারি ও হৃদরোগ চিকিৎসা
  • আল্ট্রাসনোগ্রাফি ও সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানান, আর নয় ঢাকা, আর নয় সিলেট—এবার উন্নত চিকিৎসা মৌলভীবাজারেই” মৌলভীবাজারে উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। এজন্য তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top