নিজস্ব প্রতিনিধি:
আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম। সোমবার (২৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে।
৩০ সেপ্টেম্বর আপিলের সময় নির্ধারণ করা হয়েছে, একই দিনে অনুষ্ঠিত হবে শুনানি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। এবারের নির্বাচনে তিন ক্যাটাগরি থেকে মোট ৬০ জন কাউন্সিলর মনোনয়ন নিয়েছিলেন, এর মধ্যে জমা পড়েছে ৫১টি।
মনোনয়ন যাচাই করে দেখা গেছে, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের পরিচালক পদে কোনো ভোট হবে না। কারণ, এই তিন বিভাগে পরিচালক পদ রয়েছে চারটি এবং জমা পড়েছে সমান সংখ্যক মনোনয়ন। ফলে খুলনা থেকে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবেন। সিলেট বিভাগ থেকে একমাত্র মনোনয়ন জমা পড়ায় রাহাত শামস এবং বরিশাল বিভাগ থেকে একমাত্র মনোনয়ন জমা দেওয়ায় সাখাওয়াত হোসেন পরিচালক পদে নির্বাচিত হতে যাচ্ছেন।
ক্যাটাগরি ওয়ান থেকে জমা পড়েছে ১৮টি মনোনয়ন। ২৫ জন জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত জমা দেন ১৮ জন। এর মধ্যে ঢাকা থেকে ৩, চট্টগ্রাম থেকে ৪, খুলনা থেকে ২, রাজশাহী থেকে ৪, রংপুর থেকে ৩, বরিশাল থেকে ১ এবং সিলেট থেকে ১টি মনোনয়নপত্র জমা পড়েছে।
ক্যাটাগরি টু–এর ক্লাব ক্যাটাগরিতে ৩২টির মধ্যে জমা পড়েছে ৩০টি মনোনয়ন। দুটি মনোনয়ন জমা পড়েনি। এর একটি বিএনপি নেতা ইশরাক হোসেনের, যিনি ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলশিপ নিয়েছিলেন কিন্তু মনোনয়ন জমা দেননি।
ক্যাটাগরি থ্রি থেকে মনোনয়ন নিয়েছিলেন তিনজন এবং সবাই জমা দিয়েছেন। তারা হলেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর), সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর। তবে এই ক্যাটাগরিতে পরিচালক পদ রয়েছে মাত্র একটি।