৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বহরপুর বাজার সার্বজনীন পূজা মন্ডপে ধুমধামে পালিত হচ্ছে দুর্গাপূজা

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দকে মহা ধুমধানে চলছে শারদীয় দুর্গাৎসব।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে গিয়ে দেখা যায়, মহাসপ্তমী পূজা পালিত হচ্ছে। পূজায় মন্ত্র পাঠ করছেন পূজারী শ্রী রাম সান্যাল।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বহরপুর বাজার সার্বজনিন দুর্গা পুজায় আনন্দ উদ্দিপনার মধ্য দিয়ে দেবী দুর্গার বোধনের সাথে সাথে শুরু হয়েছে দেবী মায়ের আরাধনা। রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠি শারদীয় দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমীতে শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও মহাসপ্তমী বিহিত পূজা সমাপন। পূজাঅন্তে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় আরতি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাষ্টমী শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর মহাষ্টমী পূজা সমাপন, প্রার্থনা, অঞ্জলী প্রদান, সন্ধিপূজা সমাপন, পূজান্তে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় আরতি। বুধবার (০১ অক্টোবর) মহানবমী বিহিত পূজা সমাপন, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় আরতি। বৃহস্পতিবার (০২ অক্টোবর) শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন, প্রসাদ বিতরণ, মায়ের চরণে সিঁদুর প্রদান এবং শোভাযাত্রামহ প্রতিমা নিরঞ্জন হবে বলে জানায় পূজা উদযাপন কমিটির সদস্যগণ।

এর আগে বহরপুর বাজার সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন করা হয়। এবারের উদযাপন কমিটির উপদেষ্টা করা হয় বাজারে গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দদেরকে তারা হলেন, শ্রী কালীদাস কুন্ডু, শ্রী জিতেশ চন্দ্র কুন্ডু, শ্রী অশোক দাস, শ্রী কৃপেন্দ্র নাথ কুন্ডু, শ্রী নাদেম দত্ত, শ্রী শুভেন্দু বিকাশ সিকদার (বাবলু), শ্রী নরেশ চন্দ্র ঘোষ, শ্রী রনজিৎ মোদক, শ্রী বিশ্বনাথ গোস্বামী, শ্রী মৃনাল কান্তি সাহা (দুলাল), শ্রী গোপাল চন্দ্র কুন্ডু, শ্রী সুশান্ত কুন্ডু, শ্রী সুনীল দাস, শ্রী স্বরবিন্দু দাস।
বহরপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সদস্যবৃন্দ হলেন, সভাপতি শ্রী অসিত কুমার সরকার, সহ-সভাপতি শ্রী মিলন সিকদার, শ্রী রবিন্দ্রনাথ ঘোষ, শ্রী স্বপন শীল, শ্রী সাধারণ সম্পাদক শ্রী তরুন কান্তি সাহা, সহ-সাধারণ সম্পাদক শ্রী অশোক দাস, শ্রী তাপস কুমার সাহা, শ্রী অনিমেষ দাস, কোষাধ্যক্ষ শ্রী রনজিৎ কুন্ডু, ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী নব সরকার, সদস্য শ্রী পঙ্কজ গোস্বামী, শ্রী গৌরাঙ্গ দাস, শ্রী গোকুল মোদক, শ্রী জয়ন্ত কর্মকার, শ্রী কৃষ্ণ সাহা, শ্রী বিপুল দাস ও শ্রী রতন বিশ্বাস।

বহরপুর বাজার সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রাম কৃষ্ণ সাহা, সহ-সভাপতি শ্রী বিদ্যুৎ চক্রবর্তী, শ্রী নিত্য সাহা, শ্রী গৌরাঙ্গ পোদ্দার, শ্রী সুবাস বিশ্বাস, শ্রী তপন দাস, শ্রী অমির দাস, শ্রী উত্তম কুন্ডু, শ্রী রাজ কুমার সরকার, সাধারণ সম্পাদক শ্রী সাধন কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক শ্রী রথীন পাল, শ্রী রাজীব কুন্ডু, শ্রী বিধান কুন্ডু, শ্রী সাগর পাল, শ্রী সুমন সাহা, কোষাধ্যক্ষ শ্রী ভাস্কর ঘোষ (রথীন), সহ-কোষাধ্যক্ষ শ্রী মুকুল চন্দ্র দাস, শ্রী সুদেব সরকার, সাংগঠনিক সম্পাদক শ্রী অমিত কুমার গোস্বামী, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী গৌতম বিশ্বাস, শ্রী বাসুদেব পাল, শ্রী অরুন কর্মকার, শ্রী রাতুল ঘোষ, প্রচার সম্পাদক শ্রী বিষ্ণুপদ সাহা, সহ-প্রচার সম্পাদক শ্রী রতন পোদ্দার, শ্রী ডালিম সাহা, শ্রী রঞ্জন শীল, আপ্যায়নে শ্রী রঞ্জন সাহা, শ্রী প্রেম সরকার, শ্রী রাতুল ঘোষ, শ্রী শুভ দাস, শ্রী রনি মোদক, শ্রী অন্তু সাহা, শ্রী উদয় পাল, শ্রী অসিত, শ্রী শুপ্ত সাহা, শ্রী নিলয় সাহা।

দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী রাম কৃষ্ণ সাহা বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরেও আমরা মহা ধুমধামের সাথে শারদীয় দুর্গোৎসব পালন করছি। সার্বিক নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড একশান ব্যাটালিয়ন, পুলিশ প্রশাসন, আনসার ও ভিডিপি, সেই সাথে দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমাদেরকে নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা করেছেন। আমরা আশা করছি এবারের শারদীয় দুর্গাপূজা সুস্থ এবং শান্তির মধ্যে দিয়ে শেষ করতে পারবো। আমরা দুর্গার ছবি সুন্দর নিরাপত্তা ব্যবস্থা পাওয়ায় প্রশাসনের সকল দপ্তরের কাছে কৃতজ্ঞ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top