হাসান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া বাজার থেকে দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অবরোধকারীরা বাবুছড়া কলেজের সামনে, বড়াদম ও আনসার ক্যাম্পের সামনেসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বড় বড় দেশীয় ফলজ আমগাছ ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে রাখে। এতে সড়কে যান চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। তারা মূল্যবান ফলজ ও বনজ গাছ কেটে ফেলায় একদিকে এলাকাবাসী খাদ্য ও পুষ্টির উৎস হারাচ্ছে, অন্যদিকে পরিবেশও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৭ বিজিবি সূত্র জানায়, সড়কে এভাবে গাছ ফেলে রাখার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে চলমান শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা দায়িত্ব পালনে গুরুতর বাঁধা সৃষ্টি হচ্ছে, যা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি করছে।
অন্যদিকে, এ পরিস্থিতির কারণে অসুস্থ রোগী পরিবহন ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।