১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কেবল নারীদের সামনে নাচতে পারবেন: কবির আহমদ

নিজস্ব প্রতিনিধি:

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীরা কেবল নারীদের সামনে নাচতে পারবেন বলে মন্তব্য করেছেন সংগঠনের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কবির আহমদ বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শরীয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং তখন দেশের বিদ্যমান আইন আর কার্যকর থাকবে না। তার মতে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা বিদ্যমান আইনের চেয়ে অনেক বেশি অধিকার ভোগ করবেন। নারীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নারীরা ইচ্ছেমতো চলাফেরা করতে পারবেন এবং শরীয়াহ অনুমোদিত পর্দা মানার সুযোগ পাবেন। তবে জামায়াত ক্ষমতায় গেলে সব নারীকে বোরকা পরতে বাধ্য করার কোনো শর্ত থাকবে না, আবার না পরলে শাস্তিও দেওয়া হবে না। অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও বোরকা পরিধানের কোনো বাধ্যবাধকতা থাকবে না।

তিনি জানান, ইসলামী শরীয়াহ অনুযায়ী নারীদের করণীয় বিষয়গুলো জানানো হবে। কেউ ইচ্ছা করলে বোরকা পরতে পারবেন, না পরলে জোরাজুরি বা শাস্তির মুখে পড়তে হবে না।

কবির আহমদ আরো বলেন, দেশে নারীদের কাজকর্ম নিয়ে নানা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। উদাহরণ টেনে তিনি বলেন, “আমি গাজী টিভিতে টকশোতে যাওয়ার সময় একজন নারী কর্মকর্তা মজা করে বলেছিলেন, ভাইয়েরা তো আমাদের দেখতে পারেন না। তখন আমি বলেছি, আমার মেয়ে প্রতিদিন রোগী দেখে, কাজ করে, চেম্বার চালায়। কাজ করা কোনো অপরাধ নয়। ইসলামও এটিকে নিষেধ করেনি।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top