মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে দুইজন পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় আনুমানিক ৮ হাজার সিএফটি অবৈধভাবে মজুদ করা পাথর এবং ৪টি পাথর ভাঙার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত পাথর ও যন্ত্রপাতি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানকালে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল মাঠে থেকে সহযোগিতা করে।
ডিমলার উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষায় কোনোভাবেই অবৈধ পাথর উত্তোলন ও ব্যবসা চলতে দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধ পাথর উত্তোলন রোধে ভবিষ্যতেও নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।