৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায় দালালের নিরব চাঁদাবাজির প্রতিবাদে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় সড়কে মানববন্ধন

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পটুয়াখালী ডিসি কোর্টে এলএ অফিসের চিহ্নিত দালাল নন্দীপারার দুলাল মাদবরের বিরুদ্ধে নিরব চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গবার (৩০ সেপ্টেম্বর) সকালে পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায় এ কর্মসূচি পালন করেন লেবুখালী চরের অধিগ্রহণকৃত শতাধিক ভূমিহীন পরিবার।অভিযোগ করা হয়, দুলাল মাদবর বিভিন্ন কৌশলে ভূমিহীনদের ক্ষতিপূরণের টাকা উত্তোলন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছেন। ফলে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে বক্তারা দালালের হয়রানি বন্ধ করে দ্রুত ক্ষতিপূরণের টাকা প্রদানের দাবি জানান। তারা আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা দালাল চক্রকে সহযোগিতা করছে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিনারা বেগম, নয়ন গাজী, সোহাগ কারিকর, তানজিলা আক্তার, রেজাউল কারিকর, মোস্তফা কারিকর প্রমুখ। বক্তারা দালালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top