৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নীলফামারী সদর উপজেলায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নীলফামারী জেলার পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান বুধবার (১ অক্টোবর) সদর থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত পদক্ষেপ তুলে ধরেন। পুলিশ সুপার বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই মূলনীতি ধারণ করে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজা মণ্ডপে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে।”

তিনি প্রতিটি মণ্ডপে প্রবেশ ও বাহিরের পথে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি ক্যামেরা মনিটরিং, প্রবেশকালে তল্লাশি এবং নিয়মিত টহল জোরদারের নির্দেশনা দেন। একইসঙ্গে স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ এম.আর. সাঈদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, এ বছর নীলফামারীর ছয় উপজেলায় মোট ৮৪৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদরে ২৮২টি, ডিমলায় ৭৬টি, ডোমারে ১০৫টি, জলঢাকায় ১৮২টি, কিশোরগঞ্জে ১২২টি এবং সৈয়দপুরে ৮০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন।

জেলা পুলিশের পক্ষ থেকে পূজা উপলক্ষে বিশেষ টহল, কুইক রেসপন্স টিম (QRT) ও কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top