মোঃসোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাবেক সফল সাধারণ সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে দেশীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন মাসুদ।
বুধবার(১অক্টোবর) সন্ধ্যায় তিনি বিভিন্ন মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার শান্তিপূর্ণ ও সফল সমাপ্তি কামনা করেন।
পরিদর্শনকালে মোয়াজ্জেম হোসেন মাসুদ বলেন, দুর্গাপূজা বাঙালির চিরায়ত ঐতিহ্যবাহী উৎসব। সব ধর্ম-বর্ণের মানুষ যেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, যদি দেশীগ্রাম ইউনিয়ন-বাসী আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে ,তাহলে একজন সেবক হিসেবে কাজ করবো,আমি গরিব-অসহায়দের পাশে থাকব ইনশাআল্লাহ। উন্নয়নমূলক কাজের জন্য আর অন্যত্র যেতে হবে না। দেশীগ্রাম ইউনিয়ন’কে মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তর করবো।
এ সময়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোয়াজ্জেম হোসেনের মাসুদের এই পরিদর্শন স্থানীয় পূজারীদের মধ্যে আনন্দ ও উৎসাহ ছড়িয়েছে এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ স্থাপন করেছে।