মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
বিজি কার্ড, বৃদ্ধভাতা ও সোলার প্যানেল দেওয়ার নামে অসহায় মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দীঘিনালার গৌতম বড়ুয়ার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন।
অভিযোগ অনুযায়ী, গৌতম বড়ুয়া বহুদিন ধরে অসহায় পরিবারগুলোর কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছেন— “বিজি কার্ড করে দেবেন”, “বৃদ্ধভাতা করে দেবেন”, কিংবা “সোলার প্যানেল দেবেন”। কিন্তু টাকা নেওয়ার পরও ভুক্তভোগীরা কোনো সুবিধাই পাননি। এতে প্রতারিত হয়ে দুঃখ-দুর্দশায় দিন পার করছেন তারা।
ভুক্তভোগীদের বক্তব্যে উঠে এসেছে—
১. জয়া বড়ুয়া বলেন, “কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নিয়েছে। এখনও কোনো কার্ড পাইনি।”
২. সুমিত্রা বড়ুয়া জানান, “আমার স্বামী নেই। কষ্ট করে টাকা দিয়েছিলাম বৃদ্ধভাতার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি।”
৩. লিলি বড়ুয়া বলেন, “আমার স্বামী নাই। অসহায় হয়ে বৃদ্ধভাতার টাকা দিয়েছিলাম, কিন্তু সে শুধু ঘোরায়— কোনো সুবিধা দেয় না।”
৪. হ্যাপি (স্বামী প্রকাশ ) জানান, “সোলার প্যানেল দেওয়ার কথা বলে টাকা নিয়েছে, কিন্তু আজও পাইনি।”
৫. বিথি অভিযোগ করেন, “কার্ডের জন্য টাকা দিয়েছিলাম, কিন্তু প্রতিশ্রুতি পূরণ করেনি।”
৬. আসু বড়ুয়া (স্বামী প্রদীপ বড়ুয়া মেরা) বলেন, “আমাদের মতো গরিব মানুষকে ধোঁকা দিল। এখন টাকা ফেরতও দিচ্ছে না।”
এছাড়া, স্থানীয় সাংবাদিক প্রমত কুমারের ছোট মেয়ে মুরশীদির কাছ থেকেও বিজি কার্ড করে দেওয়ার নাম করে পাঁচ হাজার টাকা নিয়েছেন গৌতম বড়ুয়া।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, তিনি বিএনপির নেতা নন, বরং বিএনপির নাম ভাঙিয়ে এসব প্রতারণা চালাচ্ছেন। এ বিষয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।