৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী ভার্সিটির, জিয়া গবেষণা পরিষদের নতুন কমিটি গঠন : সদস্য সচিব পদ না পেয়ে ড. সাইফুল ইসলামের পদত্যাগ

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখায় সদ্য ঘোষিত শহীদ জিয়া গবেষণা পরিষদের আহবায়ক কমিটিতে সদস্য সচিব পদ না পেয়ে একজন যুগ্ম আহবায়ক এর পদত্যাগ করা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম সদস্য সচিব পদ না পাওয়ায় যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি এই সংগঠনটির পবিপ্রবি শাখার সদস্য সচিব পদ পাওয়ার জন্য লবিং তদবির করে আসছিলেন। তবে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও দলের বিভিন্ন স্তরের নেতাদের মতামত যাচাই-বাছাই করে গত ৩১ সেপ্টেম্বর সন্ধ্যায় পবিপ্রবি শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করে।৩১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সদস্য সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় মুখ, শহীদ জিয়ার আদর্শের পরীক্ষিত সৈনিক এবং বর্তমান রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিনকে।

তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউট্যাব)-এর পবিপ্রবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।অন্যদিকে কমিটির আহ্বায়ক করা হয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন ও ক্লিন ইমেজধারী জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষক প্রফেসর বদিউজ্জামানকে। নেতৃবৃন্দ জানিয়েছেন, কমিটির প্রতিটি সদস্যই শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, ত্যাগী ও জাতীয়তাবাদী রাজনীতির লড়াকু কর্মী।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ১৯৯৭ সালের ১৫ই আগষ্ট তৎকালীন মিন্টু রোডস্থ বিরোধী দলীয় নেতার বাসভবনে জিয়া গবেষণা পরিষদের কার্যক্রম উদ্বোধন করেন। শুধু তাই নয় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সংগঠনটির ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কয়েকবার শ্রদ্ধা জানানো হয়েছিলো এবং সংগঠনের ব্যানারে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে বিভিন্ন সময় সাক্ষাৎ করেন।

সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউররহমানওতাঁরপরিবারের রাজনৈতিক-সামাজিক অবদান নিয়ে গবেষণা, সেমিনার ও প্রকাশনার কাজ করে যাচ্ছে। সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিস ও সাধারণ সম্পাদক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এস এম ইকবাল হোসেনের নেতৃত্বে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে। এছাড়া খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রাজধানী সহ বিভিন্ন জেলা ও উপজেলায় প্রতিবাদ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। সভাপতি আনিসুর রহমান আনিস বারবার কারানির্যাতনভোগ করেছে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, তারা অধ্যাপক সাইফুল ইসলামের পদত্যাগকে ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে বলেন, তিনি যেন সংগঠন সম্পর্কে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকেন।

শহীদ জিয়া গবেষণা পরিষদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন। সংগঠনটি শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, আদর্শ ও বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদান নিয়ে গবেষণা ও প্রচারে কাজ করে থাকে।

কমিটি গঠনের ক্ষেত্রে মেধা, যোগ্যতা, একাডেমিক ক্যারিয়ার, সমাজে গ্রহণযোগ্যতা এবং সংগঠনের প্রতি অবদানকে প্রাধান্য দেয়াহয়।উল্লেখ্য, পদত্যাগকারী ড. মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে গবেষণা প্রবন্ধে চৌর্যবৃত্তির গুরুতর অভিযোগ রয়েছে।

ইতিপূর্বে তার বিভাগের সিনিয়র প্রফেসর ড. মোঃ আসাদুল হক উপাচার্য প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম বরাবর এ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন যা প্রফেসর ড. আসাদুল হক নিশ্চিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top