৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক মঞ্চে পটুয়াখালী ভার্সিটির রেজিস্ট্রার: ভিয়েতনামে একাডেমিক সফরে প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিনের যাত্রা

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রেজিস্ট্রার, এগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র প্রফেসর এবং শহীদ জিয়া গবেষণা পরিষদের পবিপ্রবি শাখার সদস্যসচিব ড. মো: ইকতিয়ার উদ্দিন ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ইরাসমাস প্লাস প্রোগ্রাম-এর একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সমন্বয়ক হিসেবে আন্তর্জাতিক একাডেমিক সফরে যাচ্ছেন।

আজ ২ অক্টোবর দিবাগত রাত ২টায় তিনি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবেন। আগামী ১২ অক্টোবর ২০২৫ তার দেশে ফেরার কথা রয়েছে।

এই সফরের অংশ হিসেবে তিনি আগামী ৩ থেকে ৫ অক্টোবর ভিয়েতনামের থাইগোয়েন ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি-তে নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রামের ভিজিটিং ফেলো হিসেবে বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন।পরবর্তীতে তিনি ৬ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ভিয়েতনামের ঐতিহ্যবাহী হুয়ে বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত আন্তর্জাতিক কর্মশালায় যোগ দেবেন। জার্মানি ও ফিনল্যান্ডের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় কারিকুলাম উন্নয়ন ও উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক এই সফর প্রসঙ্গে প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন, “শিক্ষার কোনো সীমানা নেই। জ্ঞান বিনিময়ের মাধ্যমে আমরা যেমন নিজেদের সমৃদ্ধ করতে পারি, তেমনি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকেও এগিয়ে নিতে পারি। আমি আশা করি, এ সফরের অভিজ্ঞতা ও অর্জনকে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যক্রম উন্নয়ন এবং মানোন্নয়নের কাজে প্রয়োগ করতে পারব।”

তিনি আরও যোগ করেন, “আমার কাছে এ সফর কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং পবিপ্রবির মর্যাদা বৃদ্ধির একটি সুযোগ। দেশের তরুণ প্রজন্ম যেন বিশ্বমানের জ্ঞান অর্জন করতে পারে, সেই লক্ষ্যেই আমি আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”আন্তর্জাতিক এই সফরকে বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য এক গৌরবজনক অধ্যায় হিসেবে উল্লেখ করে প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন সহকর্মী, শিক্ষার্থী এবং দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top