৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

নিজস্ব প্রতিনিধি:

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদী। তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর থেকে আহমদ রফিক বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে কার্ডিয়াক অ্যারেস্ট হলে তিনি মারা যান।

২০১৯ সাল থেকে তার দৃষ্টি ক্ষীণ হতে শুরু করে। সে বছর চোখে অস্ত্রোপচার করা হলেও অবস্থার উন্নতি হয়নি। ২০২৩ সালে তিনি প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়েন।

আহমদ রফিক ছিলেন পেশায় চিকিৎসক। রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক লাভ করেন। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি প্রদান করে।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় তার জন্ম। তার স্ত্রী ২০০৬ সালে মারা যান। তিনি নিঃসন্তান ছিলেন। কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস ও গবেষণা মিলিয়ে তার লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top