আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
গতকাল (২অক্টোবর) বৃহস্পতিবার বাদ মাগরিব কাচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড রুদ্রদী চৌরাস্তা মোড়ে এক বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ, মনোহরদী পৌর জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান নূর, কাচিকাটা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ বিলাল হোসাইন, পৌর সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।
নিজ বক্তব্যে মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ঈদানিং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, কেও কেও উঠান বৈঠকের নামে শতাধিক নারীদের সামনে বসিয়ে মিথ্যাচার করছে—বলে যাচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাকি বাড়ি বাড়ি গিয়ে তালীমের নামে জান্নাতের টিকেট বিক্রি করে!—নাউজুবিল্লাহ! এসব কথার কোনো ভিত্তি নেই, এগুলো ডাহা মিথ্যা ও নোংরা অপপ্রচার ছাড়া আর কিছু নয়।
দুনিয়ার আদালতে হয়তো তারা এই অপপ্রচারকরা সাময়িকভাবে পার পেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে কোনোভাবেই ছাড় পাওয়া সম্ভব নয়। মানুষের ইজ্জত নিয়ে খেলা করা মহাপাপ, আর যারা ইজ্জতহানির রাজনীতি করে, তারা আসলে রাজনৈতিকভাবে দেউলিয়া।
জামায়াতে ইসলামী মানুষকে ইসলামের আলো, নৈতিকতা ও সৎপথের দাওয়াত দেয়—‘জান্নাতের টিকেট বিক্রি’ করে না। তারা আজকে নিজের ব্যর্থতা ঢাকতে মিথ্যা আর বানোয়াট অভিযোগকেই হাতিয়ার বানিয়েছে। কিন্তু জনগণ খুব ভালো করেই বোঝে—কাদের রাজনীতি ন্যায় ও আদর্শের ভিত্তিতে, আর কারা ক্ষমতার জন্য মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।